ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:২৫

আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ কিংবা মেঘলা আকাশ থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (২-৪) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ১০-১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

 

উপরে