ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:১৯

মামলা না নেওয়ায় শিশুর লাশ নিয়ে উত্তরায় সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
মামলা না নেওয়ায় শিশুর লাশ নিয়ে উত্তরায় সড়ক অবরোধ

রাজধানীর উত্তরায় নিহত এক শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। থানায় হত্যা মামলা না নেয়ার অভিযোগে আজ উত্তরার আজমপুর মুন্সিমার্কেটের মুক্তিযোদ্ধা রোডে এ বিক্ষোভ করে।

দক্ষিণখান থানার এসআই সুজন জানান, আজমপুরের বাসিন্দা আবদুর রশিদের সাত বছরের ছেলে রিফাতকে খুঁজে পাচ্ছিল না তারা। পরে তাদের প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির ভেতরে একটি নর্দমায় রিফাতের লাশ পাওয়া যায়।

এরপর রিফাতের বাবা দক্ষিণখান থানায় যান অজিত কুমারের বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু থানার ওসি তপন চন্দ্র উপযুক্ত প্রমাণ না থাকার কারণ দেখিয়ে তার মামলা নেননি।

ওসির সঙ্গে অপরাধীর যোগসাজশ রয়েছে এই সন্দেহে এলাকাবাসীকে নিয়ে রিফাতের বাবা উত্তরা মহাসড়ক অবরোধ করেন। পরে ওসি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে তার মামলা গ্রহণ করেন। মামলা গ্রহণের পর অপরাধীর শাস্তির দাবিতে এলাকাবাসী মানবন্ধন করেন বলে এসআই জানান।

 
 
উপরে