জেএমবির সন্দেহভাজন প্রশিক্ষক গ্রেফতার
নগরীর ফার্মগেট থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বাপ্পী সরকার নামের ওই যুবক জেএমবির নারীদের প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাব-২-এর কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুক বৃহস্পতিবার জানান, বুধবার মধ্যরাতে বাপ্পীকে (২৪) রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
তার কাছ থেকে ১৭টি উগ্রবাদী ও প্রশিক্ষণ সংক্রান্ত বই, একটি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত জুলাই মাসে জেএমবির কয়েকজন শীর্ষ জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রশিক্ষক বাপ্পীসহ বেশ কয়েকজন উগ্রবাদী সহযোগী, নারী সদস্য ও নারী সদস্যদের উগ্রবাদী ধারায় উদ্বুদ্ধ করার কাজে প্রশিক্ষণদাতাদের নাম জানা যায়।
বাপ্পী সরকার ধর্মভীরু সহজ-সরল ব্যক্তিদের সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা সৃষ্টি ও জিহাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করে আসছিলেন। বাপ্পী সরকার নাটোর জেলার লালপুর থানার কামারআটি থেকে এইচএসসি শিক্ষা লাভ করে।
ছাত্রাবস্থায় তিনি জঙ্গিবাদী কার্যক্রমে জড়িয়ে পড়েন। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
