ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২ মার্চ, ২০১৯ ২০:২২

১১ লাখ চোরাই টাকাসহ গ্রেপ্তার ১০

অনলাইন ডেস্ক
১১ লাখ চোরাই টাকাসহ গ্রেপ্তার ১০
ছবি: প্রতীকী

রাজধানীর কমলাপুর  থানা এলাকা থেকে চোরাইকৃত টাকা ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-উত্তর বিভাগের একটি দল। গতকাল শুক্রবার বিকেলে কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. হৃদয় হোসেন বাদশা (১৯), মো. আব্দুল্লাহ (৩০), মো. রাসেল (২৭), মো. সোহেল মিয়া (২২), মো. মাহাবুব হোসেন অরফে সুমন (২৬), মো. জাবেদ রবি (২৭), মো. মহরম ওরফে শরিফ (২১), মো. শামীম (২৪), মো. শরিফ হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২৬)।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদর রহমান জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে চুরি করা ১১ লাখ ৪১ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত ২টি তালা কাটার যন্ত্র, ২টি স্ক্র ড্রাইভার, একটি ত্রিপল, একটি ব্যাগ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি জানান, এই চক্রটি গত ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার দিকে উত্তরা এসবি প্লাজার নিচ তলার মেসার্স এ কালাম এন্ড সন্স মানি চেঞ্জারে চুরি করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপরে