বাংলাদেশ হবে বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য, বললেন সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, শুধু অর্থনৈতিক অঞ্চল নয়, ওয়ানস্টপ সার্ভিস শতভাগ চালু হলে বিদেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হবে বাংলাদেশ। দেশের সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো এখন পর্যন্ত এক হাজার ৭শ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। যার বড় অংশই এসেছে বিদেশি উৎস থেকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্ট্রেলিয়া ইতিমধ্যে বাংলাদেশে ৫শ কোটি ডলার বিনিয়োগ করেছে। এ যাবৎকালে এটিই বাংলাদেশে অষ্টেলিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক উদ্যোগ। নারায়নগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে প্যাক্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিআইসি’র এই কারখানা আনুষ্ঠানিকভাবে চালু হয় ফেব্রুয়ারিতে।
আরো অনেক বিশ্ব উদ্যোক্তার পছন্দের তালিকায় আছে বাংলাদেশ। চীন জাপান, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য থেকে একের পর এক বিনিয়োগ প্রস্তাব পাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণ চলছে। কেউ কেউ উৎপাদনও শুরু করেছে।
কিন্তু অর্থনৈতিক অঞ্চলের বাইরে বিনিয়োগে তেমন সাড়া মিলছে না। সে মন্দাও শিগগির কাটবে বলে আশা করছেন সালমান এফ রহমান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৮ অনুযায়ী, বাংলাদেশ ২০১৭ সালে মাত্র ২১৬ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে, যা এ অঞ্চলে সবচেয়ে কম। তবে আগামী কয়েক বছরে এ চিত্র পুরোপুরি বদলে দিতে চায় বেজা।
