ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১০ জুন, ২০১৯ ১৯:৩৪

হুইপ পঞ্চানন বিশ্বাসকে দেখতে হাসপাতালে স্পিকার

ভোরের বাংলা ডেস্ক
হুইপ পঞ্চানন বিশ্বাসকে দেখতে হাসপাতালে স্পিকার

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার স্পিকার তাকে দেখতে যান। এ সময় স্পিকার তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি ১৬ মে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ পঞ্চানন বিশ্বাস তখন থেকে সেখানেই ভর্তি। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

উপরে