ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২৪ জুলাই, ২০১৯ ১৮:২১

ছেলেধরা গুজব ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ

সিদ্দিকুর রহমান সুমন মির্জাপুর (টাঙ্গাইল):
ছেলেধরা গুজব ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ

বর্তমান সময়ে ছেলেধরা গুজবটি মহামারী আকার ধারণ করেছে।এই মহামারী থেকে যেন সাধারণ জনগণ পরিত্রান পায় এই লক্ষ্যে ছেলেধরা গুজব প্রতিরোধ ও গণপিটুনি ঠেকাতে মির্জাপুর থানা পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ছেলেধরা গুজব প্রতিরোধ ও গণপিটুনিতে পুলিশ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং শুরু করেছে। আজ মির্জাপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক সভার আয়োজন করেন ।তারা বলেন,বেশ কিছুদিন ধরে সারা দেশে একটি বিশেষ মহল ও সরকার বিরোধী একটি চক্র ছেলেধরা গুজব ছড়িয়ে নিরীহ লোকদের গণপিটুনি দিয়ে হত্যা করেছে যা মহামারী আকার ধারণ করেছে ।প্রতিটি এলাকায় সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।সারা দেশে গণপিটুনি দিয়ে নারী পুরুষ হত্যা করা হলেও টাঙ্গাইলের মির্জাপুরে গুজব কোন কাজে আসেনি ।তবে পুলিশ বলেছেন এলাকার পরিবেশ সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি বেশ শান্ত রয়েছে ।কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাউকে সন্দেহ হলে নিকটস্থ থানা অথবা ৯৯৯ নাম্বারে ফোন করে খবর দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।এদিকে গুজব প্রতিরোধ ও গণপিটুনি ঠেকাতে মির্জাপুর থানা পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করে জনসাধারণের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে লিফলেট বিতরণ ও মাইকিং শুরু করেছে । লিফলেটে লেখা হয়েছে- *ছেলে ধরা গুজবে কেউ আতঙ্কিত হবেন না *গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না *গুজবে বিভ্রান্ত হয়ে কাউকে গণপিটুনি দিবেন না *মনে রাখবেন,গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা একটি ফৌজদারি অপরাধ *গুজব রটনাকারীদের পুলিশে সোপর্দ করুন আরও অনেক জনসচেতনতা মূলক বাণী লেখা রয়েছে । এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি তদন্ত মোঃ মোশারফ হোসেন বলেন , ছেলেধরা গুজব ও গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা একটি ফৌজদারি অপরাধ । কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না ।আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই ।এলাকার জনসাধারণকে নিরাপত্তা নিশ্চিত করা সহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি এলাকায় লিফলেট বিতরণ এবং মাইকিং করিয়েছি। এখন আমরা প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ করবএবং সবার সাথে আলোচনা করব।

উপরে