ডেঙ্গু রোধে গাফিলতি : ডিএসসিসিতে দুদকের অভিযান
ভয়াবহ রূপে ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ রোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পদক্ষেপ গ্রহণে গাফিলতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।জানা গেছে, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে বাড়লেও সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বুধবার এ অভিযান চালায়। দুদক টিম মশক নিধনে ওষুধ ক্রয় ও প্রয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখে। পরবর্তীতে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ১০টি স্থানে যৌথ অভিযান চালানো হয়। এরমধ্যে শিববাড়ি রোড বঙ্গবন্ধু টাওয়ারের তমা কনস্ট্রাকশন, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মমতাজ ইঞ্জিনিয়ারিং এবং শেখ রাসেল টাওয়ারের তমা কনস্ট্রাকশনকে নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচে পানি জমিয়ে রেখে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি করায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও দুদক টিমের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের জনবল ও সরঞ্জামাদি বৃদ্ধি, এন্টোমোলজি পদে নিয়োগ প্রদান, মশক নিধনের ওষুধ বৃদ্ধিকরণ এবং প্রয়োজনে এনজিও, রোভার স্কাউট, বিএনসিসি দিয়ে মনিটরিংয়ের পরামর্শ দেয়া হয়।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শরীফ আহমেদ দুদকের এ অভিযানকে স্বাগত জানান।
এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অভিযান চালিয়েছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে, ওই হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত কর্মস্থলে আসেন না এবং হাসপাতালে নার্স বা ব্রাদাররা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া থেকে আজ এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তিনজন ডাক্তার নিয়মিতভাবে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন এমন তথ্য পায় দুদক টিম। এ ছাড়াও দু’জন নার্স ২০ বছর ধরে একই হাসপাতালে কর্মরত রয়েছেন এমন প্রমাণ পাওয়া যায়। উল্লেখিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দুদক টিমের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়।
