‘কলকাতা বইমেলা ২০২১’ বঙ্গবন্ধুকে উৎসর্গ করার সিদ্ধান্ত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ২০২১ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা এবং ‘থিম কান্ট্রি’ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
এই আয়োজনের মাধ্যমে বাঙালির মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সভা শেষে কমিটির চিফ অব মিডিয়া সেলের নাসরীন জাহান লিপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ও পত্রভারতীর ব্যবস্থাপনা পরিচালক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং গিল্ডের সাধারণ সম্পাদক ও দে’জ পাবলিশিংয়ের কর্ণধার সুধাংশুশেখর দে।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব আবদুল মালেক, সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলা একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশের প্রকাশকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওসমান গণি, আহমেদ মাহমুদুল হক, মেজবাহউদ্দীন আহমেদ, মাজহারুল ইসলাম, তারিক সুজাত, সাহিদুল ইসলাম বিজু, কামরুল হাসান শায়ক, মাহ্রুখ মহিউদ্দীন এবং শ্যামল পাল।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘বিশ্বজুড়ে বাঙালিকে প্রীতিবন্ধনে আবদ্ধ করতে বঙ্গবন্ধু সবচেয়ে বড় অনুপ্রেরণা। কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করার মধ্য দিয়ে এই সত্য আবারও প্রমাণ হলো।’
