রূপগঞ্জের চারিদিকে মোঃ মনির হোসেনের জয় জয়কার
ঢাকার অদূরে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, মরহুম আইজুদ্দিন মেম্বারের ছোট ছেলে বিশিষ্ট দানবীর, জনদরদী, সমাজসেবক, শিক্ষানুরাগী, বিজ্ঞানমনস্ক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব মোঃ মনির হোসেন জনসেবার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হয়েছেন। জনগনের ভালোবাসায় সিক্ত মোঃ মনির হোসেন ফুটবল প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। আবাল-বৃদ্ধ-বনিতা সকলের মুখে মুখেই এখন ফুটবলের জয়ধ্বনি প্রতিধ্বনীত হচ্ছে ২ নং ওয়ার্ডের সর্বত্র। মিষ্টভাষী, সদালাপী, বিনয়ী মোঃ মনির হোসেনের ঈর্ষণীয় জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে তাঁর মিশুক ও বন্ধুবাৎসল্য মনোভাব। খেটে খাওয়া মেহনতি মানুষের বন্ধু হিসেবে এলাকায় রয়েছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। সন্ত্রাস দমন, ইভ টিজিং, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা ছাড়াও, চাঁদাবাজদের জন্য মূর্তিমান আতঙ্ক হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করে, আপমর জনসাধারণের নিকট আস্থার প্রতীক হিসেবে গণ্য হচ্ছেন তিনি। বাঘবের, গোয়ালপাড়া, কেয়ারিয়া, টেকনদদা, মাইজপাড়া পশি, হারার বাড়ি গ্রামের ভোটারদের সাথে আলাপকালে তারা জানায়, এলাকার উন্নয়নে মোঃ মনির হোসেনের কোনও বিকল্প নেই। তাঁর মতো এমন নির্লোভ, নির্মোহ ব্যক্তিকেই তারা নিজেদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। তারা আরোও যোগ করেন, ২ নং ওয়ার্ডের সর্বত্রই মোঃ মনির হোসেনের নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ এখন সবার মুখে মুখে। অতীতে এমন জনপ্রিয়তা তারা আর কখনোও দেখেননি। তাঁর বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র বলেও উল্লেখ করেন ভোটারদের অনেকেই। বর্তমানে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসাঃ আয়েশা আক্তারের দেবর, মোঃ মনির হোসেনের বংশপরম্পরায় রয়েছে এলাকায় বিরাট পরিচিতি। নিজের ও বংশের পরিচিতির পাশাপাশি রাজনীতি সচেতন, আত্ম-মর্যাদাসম্পন্ন মোঃ মনির হোসেন জানান, ‘আমার পাবার নেই কোনও কিছুই, কিন্তু এলাকার জনগনকে দেবার আছে অনেক। জনগন আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করলে, তাঁদের বিশ্বাস ও আস্থার সাথে আমি কখনোই প্রতারণা করবো না।’
