সম্মাননা স্মারক পেলেন এস আই নাজিম উদ্দিন
দৈনিক সরেজমিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সন্ত্রাস ও মাদক নির্মূলে বিশেষ অবদান রাখার জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এস আই নাজিম উদ্দিন কে দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। গত ১৫ অক্টোবর ২০১৯ তারিখ জাতীয় জাদুঘর মিলনায়তনে দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। । রূপগঞ্জ থানার এস আই নাজিম উদ্দিনকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সন্ত্রাস ও মাদক নিমূলে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পদক প্রদান করেন। অতিথীরা বলেন, মাদক একটি ভয়াবহ জাতীয় সমস্যা। মাদক আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌছে গেছে। একে কঠোর হাতে দমন করা হবে। মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন তথ্য প্রতি মন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, দৈনিক সরেজমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ বেলাল হোসেন ভুইয়া, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ লোকমান হোসেন, সহযোগী সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, বার্তা সম্পাদক মোঃ মিলন মিয়াসহ আরো অনেকে।
