আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৯ ১৯:১৩
ঢাকা সিটি নির্বাচন: প্রার্থী চূড়ান্ত করল জাতীয় পার্টি
নিজস্ব প্রতিবেদক
ছবি: ইন্টারনেট
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পাটির উত্তর সিটি করপোরেশন এর মেয়র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল অব. কামরুল ইসলাম দক্ষিণে শনিবার (২৮ ডিসেম্বর) চূড়ান্ত করা হবে বলে জাতীয় পার্টির একাধিক সূত্রে জানা যায়। শুক্রবার (২৭ ডিসেম্বর) এই তথ্য জানা গেছে। এদিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে উত্তরের মেয়র প্রার্থী কামরুল ইসলাম জানান, স্বাধীনতার পরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ দেশের প্রেসিডেন্ট হয়ে ঢাকা নগরীসহ দেশের উন্নয়নে যে কাজ করেছেন কোন রাষ্ট্রপ্রধান তা করেনি। তাই আসন্ন নির্বাচনে উত্তরের জনগণের ভোটে নির্বাচিত হয়ে এরশাদ সাহেবের অসমাপ্ত কাজ কে এগিয়ে নিয়ে যাবো।
