আপডেট : ২১ জানুয়ারি, ২০২০ ১৪:১২
গাবতলীতে তাবিথ আউয়ালের প্রচারণায় হামলা
অনলাইন ডেস্ক
মঙ্গলবার সকালে তাবিথ আউয়ালের প্রচারণার সময় আওয়ামী লীগ সমর্থিত একটি দল এ হামলা চালায় বলে অভিযোগ বিএনপি’র
রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটির নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে তাবিথ আউয়ালের প্রচারণার সময় আওয়ামী লীগ সমর্থিত একটি দল এই হামলা চালায় বলে অভিযোগ বিএনপি’র। তাবিথের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সরওয়ার মাসুমের বেশ কয়েকজন অনুসারী তাবিথের প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।”
এসময় বিএনপি’র বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
