ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২১ জানুয়ারি, ২০২০ ১৪:২১

রাজধানীর খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক কারবারি’ নিহত

অনলাইন ডেস্ক
রাজধানীর খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক কারবারি’ নিহত


নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ও একটি ধর্ষণ মামলার অভিযোগ রয়েছে
রাজধানীর খিলক্ষেতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের সঙ্গে “বন্দুকযুদ্ধে” আনোয়ার হোসেন (৩৪) নামে এক “মাদক কারবারি” নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২.১০ মিনিটে এ খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব ১ এর পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ও একটি ধর্ষণ মামলার অভিযোগ রয়েছে। এসপি কামরুজ্জামান বলেন, “ গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় একটা অভিযানে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। এরপর আত্মরক্ষার্থে আমরা পাল্টা গুলি চালালে একজন সদস্য নিহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”এ ঘটনায় র‌্যাব ১-এর একজন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। এছাড়া ঘটনাস্থল থেকে শ্যুটার গান, ৩৪টি গুলি ও ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। 

 

উপরে