দুই শিশুকে খুনের ঘটনায় মায়ের বিরুদ্ধে হত্যা মামলা
রাজধানীর খিলগাঁয়ে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা আরিফুন্নেসা পপির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলার একমাত্র আসামি আরিফুন্নেসা পপি।
শনিবার (৭ মার্চ) রাতে খিলগাঁও থানায় মামলাটি করেন নিহত শিশুর বাবা মোজাম্মেল হক বিপ্লব।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার একমাত্র আসামি দুই শিশুর মা পপিকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় খিলগাঁও থানায় পপির আত্মহত্যা চেষ্টার আরেকটি মামলা হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর ভাড়া বাসায় খিলগাঁওয়ে ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আলভী (১১) ও জান্নাতকে (৭) গলা কাটা মরদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা পপি নিজেই হত্যার বিষয়টি স্বীকার করেন।
