ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১০ মার্চ, ২০২০ ২১:৪৬

নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে খুশির জোয়ার বইছে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে

রাশেদুল হক
নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে খুশির জোয়ার বইছে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ, সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানকে। তাঁর এ বহিষ্কারাদেশের মধ্য দিয়ে মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দের মাঝে দেখা দিয়েছিলো চরম ক্ষোভ ও অসন্তোষ। দলীয় কোন্দলে যখন দলের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিলো, ঠিক সে মুহুর্তেই নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে তাদের সকলের প্রিয় নেতা মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরে এসেছে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশ প্রত্যাহার পত্র এবং সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খবর নিশ্চিত হওয়ার পর পরই, উৎফুল্ল নেতা কর্মীরা মিষ্টি বিতড়ন করে আনন্দ উল্লাস করে, মাহফুজুর রহমানের নামে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে ঢাকা মহানগর উত্তরের আকাশ বাতাস। বিএনপির একাধিক নেতা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়ে উল্লেখ করেন, ‘আমাদের দৃঢ় বিশ^াস ছিলো, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্যই আমাদের সকলের প্রিয়মুখ, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ অবশ্যই প্রত্যাহার করে নেবেন। এখন আমাদের সকলের দাবী, যে সকল সুযোগসন্ধানী কুলাঙ্গার দলের স্বার্থ ও আদর্শকে বিসর্জন দিয়ে একজন নিবেদিত প্রাণ নেতাকে হেয় প্রতিপন্ন করাতে, দলীয় হাইকমান্ডের কানভারী করার অপপ্রয়াস চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে, অদূর ভবিষ্যতের এমনি করে বর্ণচোরাদের অপতৎপরতার বলি হতে পারে যে কোন পর্যায়ের নেতা।’ তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বিচক্ষণতার জন্য ধন্যবাদ জানিয়ে আরোও বলেন, ‘স্বর্ণ কাদায় পড়লেও তার মূল্য যে একটুও কমেনা, মাহফুজুর রহমান তার প্রকৃষ্ট উদাহরণ। দলের জন্য তিনি যে ত্যাগ শিকার করেছেন তা অত্যন্ত বিরল। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে আবারোও প্রাণ সঞ্চার হবে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে। আমরা সকলেই পুনরায় তাঁর নের্তৃত্বে সুসংগঠিত হয়ে নব উদ্যমে দেশমাতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সর্বশক্তি নিয়ে রাজপথে থাকবো।’ বহিষ্কারাদেশ প্রত্যাহারে মাহফুজুর রহমানের অনুভূতি সম্পর্কে তাঁর মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আমি মহান আল্লাহ তায়ালার উপর বিশ^াস রেখেছিলাম যে, অবশ্যই দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেবে। দল যদি তা না ও করতো, তারপরও আমি বিএনপিকে আগেও যেমন ভালোবাসতাম, ভবিষ্যতেও তেমনি ভালোবেসে যেতাম। আমার যে সমস্ত নেতা-কর্মী-সমর্থকবৃন্দ আমার জন্য মহাসচিবের নিকট আবেদন জানিয়েছে তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই! আমি শুধু এটুকুই বলতে চাই, আমি বিএনপির, বিএনপি আমার। যতদিন বেঁচে রবো, বিএনপির একজন অতি সাধারণ কর্মী হয়ে দেশের জন্য, দশের জন্য কাজ করে যাবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যথাযথ মূল্যায়ন করার জন্য আমি তাদেরকে জানাই ধন্যবাদ ও অভিনন্দন। ভবিষ্যতে আমার উপর অর্পিত দায়িত্ব আমি দক্ষতা ও সততার সাথে করে যাবো ইনশাআল্লাহ।’ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী সংক্রান্ত “তৃণমূলের দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি জুড়ে”, “ঘরের ছেলের ঘরে ফিরে আসার প্রতীক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপি”, বিএনপি’র ত্যাগী নেতা মাহফুজের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবী” শিরোনামে সংবাদ প্রকাশ করার জন্য দৈনিক “প্রথম ভোর” কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তিনি। 

উপরে