ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৪ মার্চ, ২০২০ ১৯:০২

গেন্ডারিয়া-ধূপখোলায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

প্রেস বিজ্ঞপ্তি
গেন্ডারিয়া-ধূপখোলায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনে পাইপ লাইন স্থানান্তর-পুনর্বাসন কাজের জন্য গেন্ডারিয়া, ধূপখোলা এবং আশপাশের এলাকায় রোববার (১৫ মার্চ) ১০ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনে রোববার রাজধানীর গেন্ডারিয়া, ধূপখোলা, দয়াগঞ্জ, শান্তি ভূষণ লেন, সাধনা গলি, ডিস্টিলারি রোড, হাজি আজগর আলী হাসপাতাল এবং আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

উপরে