দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৬৬, মৃত্যু ১৫
দিন দিন ভয়াবহ রুপ নিচ্ছে করোনাভাইরাস। বাংলাদেশেও এর প্রভাব পরেছে। ইতিমধ্যে আক্রান্ত ও মৃত্যের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬৬ জন এবং মারা গেছে ১৫ জন। এনিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হল ১৮৩৮ জন। মোট মারা গেছে ৭৫ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০ টি । করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনায় আজ সুস্থ বাড়ি ফিরে গেছেন ৯ জন। মোট সুস্থ হয়েছে ৫৮ জন।
বিশ্ব পরিস্থিতি: দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় পুরো বিশ্বজুড়ে আরও ১১ হাজার প্রাণ কেড়ে নিলো ভাইরাসটি। ফলে বিশ্বজুড়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৬ হাজার ৮৯৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন রেকর্ড ৯৪ হাজার মানুষ। মোট আক্রান্ত হয়েছে ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সর্বাধিক প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। সেখানে করোনায় প্রাণহানি হয়েছে প্রায় ২ হাজার ১০০ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন ৩৪ হাজার ৫৮০ জন এবং দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জন। অপরদিকে ৫ লাখ ৪৭ হাজার ২৯১ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬১৭ জনের। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯ হাজার ৩১৫ জনের। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ১৭০ জনের।
