আপডেট : ৪ মে, ২০২০ ২৩:২৭
রেলওয়েকে নতুন নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের আক্রমণে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানের পণ্য পরিবহন একেবারেই থমকে গেছে। এমতাবস্তায় সীমিত আকারে রেল চলাচল শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ নিয়ে রেলওয়েকে সুস্পষ্ট নির্দেশনা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রেলওয়ের লাগেজ ভ্যানের মাধ্যমে সারাদেশে পণ্য পরিবহন শুরু করতে হবে।
সোমবার (৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পঞ্চগড় থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়া রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে সারা দেশে পণ্য পরিবহনের জন্য ট্রেনের পরিষেবায় সব লাগেজ ভ্যানে যোগ করতে বলেন প্রধানমন্ত্রী।
