আপডেট : ৬ মে, ২০২০ ১৬:০১
মসজিদে নামাজ নিয়ে নতুন ঘোষণা
অনলাইন ডেস্ক
ফাইল ফটো
সামাজিক দূরত্ব মেনে আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) থেকে বাংলাদেশের মসজিদে নামাজ আদায় করা যাবে। আজ বুধবার (৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে দেশের সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজও পড়া যাবে। এরআগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে ৬ এপ্রিল (সোমবার) সীমিত করা হয় মসজিদে উপস্থিতি। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া বাইরের মুসল্লিরা কেউ মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করার অনুরোধ জানানো হয়। মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব ইমাম মুয়াজ্জেম ও খাদমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন ও জুমা নামাজ অনধিক ১০ জন শরিক হতে পারবেন
