করোনা ঝুঁকির মধ্যেই ঢাকা ছুটছে মানুষ, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা
দোকানপাট ও শপিংমল খোলার ঘোষণা দেয়ার পর থেকেই ঢাকামূখী মানুষের ভিড় দিন দিন বাড়ছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে শিমুলিয়া ঘাটে ভিড় করেন পোশাক কর্মীদের পাশাপাশি শ্রমজীবীরা। ফেরিতে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন তারা। গত কয়েক দিনের তুলনায় শ্রমজীবী মানুষের চাপ বেশি বলে জানিয়েছে নৌপুলিশ। গণপরিবহণ বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, পিকআপ ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। অনেকে অভিযোগ করে বলেন, গার্মেন্টস ও শপিংমল খোলার ঘোষণা আসায় আমরা কর্মস্থলে ছুটছি। তবে গণপরিবহন না চলার কারণে আমাদের কাছ থেকে মোটরসাইকেল, পিকআপ অতিরিক্ত ভাড়া হাতিয়ে নিচ্ছে এই দুর্ভোগের মধ্যেও।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের বুলেটিনে দেখা গেছে, গত তিনদিন ধরে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ বুধবার (৬ মে) বুলেটিনে জাননো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ৭৯০ জন।
