ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৭ মে, ২০২০ ১৭:০৯

দীর্ঘদিন পর মন্ত্রীসভার বৈঠক, যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন পর মন্ত্রীসভার বৈঠক, যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

 

বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রমণের কারণে দীর্ঘ একমাস মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় নি। একমাস পর  বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হল। সংক্ষিপ্ত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধের যাবতীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আর্থ-সামাজিক অবস্থা অক্ষুন্ন রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, করোনা মহামারীর পরিস্থিতিতে গেল ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল দেশের শীর্ষস্থানীয় এই নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক। সামাজিক সংক্রমণ রোধে দেশে ২৬ মার্চ থেকে আগামী ১৬ মে পর্যন্ত চলছে সাধারণ ছুটি। দেশে চলমান করোনা মহামারী পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি, এই বৈঠক থেকে সরকারের নেয়া সিদ্ধান্ত জানা যাবে দুপুর নাগাদ। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।

উপরে