রাজধানী ঢাকায় করোনায় মৃত্যুর সেঞ্চুরি
করোনাভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে দেশে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ জনে পৌঁছেছে। বুধবার (৬ মে) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। ওয়েবসাইট থেকে জানা গেছে, মঙ্গলবার ঢাকায় মৃত্যুর সংখ্যা ছিল ৯৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গতকাল ২৪ ঘণ্টায় করোনায় মৃতের মধ্যে দু’জন ঢাকার বাসিন্দা। সে হিসাবে রাজধানী ঢাকায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গতকাল ২৪ ঘণ্টায় ছয় হাজার ২৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, যা গত দিনের চেয়ে ৯ দশমিক ২৮ ভাগ বেশি। এ ছাড়া নমুনা পরীক্ষা করা হয়েছিল ছয় হাজার ৭৭১টি।
