আপডেট : ১০ মে, ২০২০ ১৬:১৭
দেশে করোনায় মৃত্যু ২২৮, আক্রান্ত ১৪,৬৫৭
নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২২৮ জনের মৃত্যু ও ১৪,৬৫৭ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সব্বোর্চ ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২২৮। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জন।
আজ রোববার (১০ মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট দুই হাজার ৬৫০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭০৮টি। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
