গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা
চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া কারোন ভাইরাস বাংলাদেশেও সংক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ১১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ২৫০ জন। এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন। তবে সুখবর হল গতকাল সেমাবার (১১ মে) দেশে সর্বোচ্চ ১০৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কমেছে আক্রান্তের সংখ্যা আজ মঙ্গলবার (১২ মে) শনাক্ত ৯৬৯ জন করোন রোগী শনাক্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা গতকালের মতো নতুন করে ১১ জনই মারা গেছে।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকার পাঁচজন, নারায়ণগঞ্জ ও নরসিংদীর একজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মারা গেছেন। এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।
