ঈদের কেনাকাটায় ‘হই হই কাণ্ড’
করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই শর্ত সাপেক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুলেছে দোকান-মার্কেট। দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ঈদকে সামনে রেখে ঝুঁকি নিয়ে খুলেছে এসব দোকানপাট। তারপর থেকেই মার্কেটগুলোতে দেখে গেছে মানুষের ভিড়।
অনেকেই আবার প্রশাসনের নির্দেশা অমান্য করে দোকানের শাটার অর্ধেক খোলা রেখে চালিয়ে যাচ্ছেন বেচাবিক্রি। প্রশাসনের লোকজন দেখলেই তারা ভেতরে ক্রেতা রেখেই শাটার টেনে দিচ্ছেন। শুধু তাই নয় ফুটপাতেও বসেছে অজস্র দোকান। এরমধ্যে ক্রেতা-বিক্রেতার অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।
এমন পরিস্থিতিতে করোনা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, আমরা গণমাধ্যমে দেখেছি করোনা ঝুঁকি নিয়েই দেশের বিভিন্ন জায়গায় মার্কেট-শপিংমলে ক্রমেই মানুষের ভিড় বাড়ছে। কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এমনকি অনেকেই মাস্ক ও গ্লাভস না পরেই ঈদবাজার করা হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে; না হলে দেশে করোনার বিস্তার ভয়াবহ রূপ নিতে পারে।
