ফেরিঘাটে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের চাপ
২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ-পথে আজও যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। উভয় ঘাটে ঘরমুখো মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। সেই সাথে পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের চাপ ছিল সবচেয়ে বেশি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লকডাউন উপেক্ষা করে একদিকে শত শত যাত্রী ঢাকা থেকে ফিরে আসছে, অন্যদিকে শত শত যাত্রী ঢাকা যাচ্ছে।
সময় দেখা যায়, ব্যক্তিগত যানবাহনের অধিকাংশই ছিল ভাড়ায় চালিত। এদিকে মহাসড়কে গণপরিবহন না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত অর্থ ব্যয় করে মাহেন্দ্র, ইজিবাইক ও নসিমনসহ বিভিন্ন ছোট যানবাহনে গাদাগাদি করে আসা-যাওয়া করছে সাধারণ মানুষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্য ছোট ও বড় মোট ৬টি ফেরি চলাচল করছে। বিকালে পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন বৃদ্ধি হলে ফেরিও বৃদ্ধি করা হয়। তবে গত কয়েক দিনের চেয়ে আজ তিন-চারদিন হলো ব্যক্তিগত গাড়ি নদী পারাপার হচ্ছে বেশি
