ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৭ মে, ২০২০ ১৬:৫৬

ইউএনওর নেতৃত্বে করোনায় মৃতের দাফন

নিজস্ব প্রতিবেদক
ইউএনওর নেতৃত্বে করোনায় মৃতের দাফন


গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লিটু সরদারের দাফন সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খানের নেতৃত্বে শনিবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের মার্কাস কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পরদিন বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজেটিভ হয়। এরপর তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যু পর পরিবারের কোন সদস্য বা এলাকাবাসী না থকলেও রাতে মরদেহ দাফনের জন্য এগিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান খান। পরে তার নেতৃত্বে মারা যাওয়া লিটু সরদারের মরদেহ গোসল, জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেন ইসলামিক ফাউন্ডেশনের একটি দল।

এ সময় সহযোগিতা করেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান খান বলেন, করোনায় আক্রান্ত লিটু সরদার মারা যাবার পর ইসলামিক ফাউন্ডেশনের ৫ সদস্যের একটি দল মরদেহের গোসল, জানাজা ও দাফন করে। এ সময় পরিবারের কোন সদস্যকে আসতে দেয়া হয়নি। লাশ দাফনের পর তার কবরে মাটি দেয় পরিবারের সদস্যরা।

উপরে