আপডেট : ১৮ মে, ২০২০ ১৬:২৩
ডিভোর্স চাওয়ায় স্ত্রীর নাক কাটলেন স্বামী
নিজস্ব প্রতিবেদক
করোনা লকডাউনের কারণে সবাই এখন ঘরেই সময় কাটাচ্ছেন। ফলে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনদের কাছে পাওয়ার সুযোগ মিলেছে। তবে এই কাছে পাওয়া সবার ক্ষেত্রে কিন্তু সুফল বয়ে আনছে না। অন্তত বিশ্বজুড়ে পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ার পরিসংখ্যান কিন্তু তাই বলছে। এবার জঘন্যতম পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে আফগানিস্তানে। সেখানে ডিভোর্স চাওয়ায় স্ত্রীর নাক কেটে নিয়েছেন স্বামী।
চলতি বছরের এপ্রিল মাসে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পোক্তিকা অঞ্চলে। ঘটনার প্রায় এক মাসের মাথায় পুলিশের হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত আসামি স্বামী। এরপরই স্ত্রীর নাক কাটার বিষয়টি প্রকাশ্যে চলে আসে।
ডেইলি মেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই দম্পতির ১০ বছর বয়সী একটি ছেলে আছে। বর্তমান স্বামীর ঘর ছেড়ে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই নারী।
