ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৮ মে, ২০২০ ২১:১১

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২


পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিলক পাল (২৮) ও সুমন (১৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
এ সময় তানজিল (২৪) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাবলাতলা বাজার থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাজ শেষে একাটি মোটরসাইকেলে করে তিলক পাল, সুমন ও তানজিল কলাপাড়া আসছিলো। পথিমধ্যে মোটরসাইকেলটির সামনের চাকার টিউব ফেঁটে যায়। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিলক পাল মারা যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুমন ও তানজিলকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পথিমধ্যে সুমনের মৃত্যু হয় বলে জানা গেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জে এইচ খান লেলীন বলেন, তিলক পাল হাসপাতালে আনার আগে পথেই মারা গেছে। বাকি দু’জনের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। তার একটি পা ও হাত ভেঙে গেছে। মাথায়ও প্রচণ্ড আঘাত লেগেছে। তবে এদের দু’জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিলক পালের মৃত্যুর পর সুমনকে বরিশাল নেয়ার পথে মারা গেছে বলে শুনেছি।

উপরে