ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৯ মে, ২০২০ ১৫:৪৩

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


চাঁদপুরে আজিজুর রহমান ভুট্টো নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী এলাকায় গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়।
নিহত আজিজুর রহমান ভুট্টো শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সার ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী সাবেক বিলকিস সুলতানা একাডেমির সামনে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্তরা আজিজুর রহমান ভুট্টোর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গলায়, শরীর ও মাথাসহ বিভিন্নস্থানে আঘাত করে। আজিজুর রহমান ভুট্টোর ডাক চিৎকারে আসেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারী জানান, আজিজুর রহমানের সারের দোকান থেকে আমি ও আজিজুর রহমান ভুট্টো বাকিলা বাজারে যাই। সেখান থেকে তার বাচ্চার জন্য কিছু কেনাকাটা শেষে আমি তাকে তার বাড়ির কাছে পৌঁছে দেই। পরে আমি আমার মহামায়া বাড়িতে গিয়ে শুনতে পাই কে বা কাহারা হামলা করেছে।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা আজিজুর হরহমান ভুট্টোর ওপর হামলা করে। পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। তবে কে বা কাহারা তার উপর হামলা করলো এবং কি কারণে খুন করলো তা উৎঘাটনে পুলিশ বাহিনী কাজ করছে। বর্তমানে তার লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান জানান, শাহমাহমুদপুর ইউনিয়নে আজিজুর রহমান ভুট্টো নামে এক লোক ছুরিকাঘাতে খুন হয়েছে। কি কারণে খুন হয়েছে এবং কারা খুন করেছে। তা আশা করছি তদন্তেই সব বেরিয়ে আসবে। কেননা ঘটনার রহস্য উদঘাটনে অনুসন্ধান করছে চাঁদপুর জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা।।

উপরে