ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২০ মে, ২০২০ ১৬:৪৮

ভোক্তা অধিদফতরের উপপরিচালক শাহরিয়ারের স্ত্রী, দুই সন্তানও করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
ভোক্তা অধিদফতরের উপপরিচালক শাহরিয়ারের স্ত্রী, দুই সন্তানও করোনায় আক্রান্ত


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পর এবার তার স্ত্রী ও দুই সন্তান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই।
এর আগে ১৩ মে অধিদফতরের এ আলোচিত কর্মকর্তা করোনায় পজিটিভ হন।
বুধবার তার স্ত্রী তানজিনা সুলতানা এবং মেয়ে তাইফা নূহা আশী (১২) ও ছেলে তানজিন শাহরিয়ার আরিফের (১০) করোনার টেস্টে পজেটিভ ফল আছে। তারা এখন বাসায় হোম করেন্টাইনে আছেন।
এদিকে, গত ১৮ মে অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হ‌ন। এছাড়া আরও তিন কর্মকর্তা ও এক গাড়িচালকও আক্রান্ত হ‌য়ে‌ছেন। এর মধ্যে রয়েছেন অধিদফতরের উপপরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, রজবী নাহার রজনী এবং অধিদপ্তরের গাড়ীচালক মিলিয়া খানম। সব মিলিয়ে অধিদফতরের ছয়জন করানায় আক্রান্ত হলেন।

উপরে