ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২১ মে, ২০২০ ১৫:৪৪

‘আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে সচ্ছলদের দাঁড়াতে হবে’

নিজস্ব প্রতিবেদক
‘আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে সচ্ছলদের দাঁড়াতে হবে’


আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ফখরুল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, বিএনপির সকল নেতাকর্মীরা তাদের সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরকেও উপদ্রুত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
গতকাল উপকুলীয় জেলাসমুহে সুপার সাইক্লোন আম্পানের তীব্র আঘাতে হতাহতের ঘটনাসহ মানুষের ঘরবাড়ী, রাস্তাঘাট, গাছপালা, গবাদী পশু সব ধ্বংস হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ফখরুল।
বিএনপি মহাসচিব ঘুর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও তাদের শোক বিহব্বল পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে ঘুর্ণিঝড়ে আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং তাদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতকরণ ও ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িঘর নির্মাণে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে সহযোগিতা প্রদানের জন্য আহ্বানও জানান ফখরুল।

উপরে