ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২২ মে, ২০২০ ১৭:১০

গোপালগঞ্জে নসিমন উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে নসিমন উল্টে চালক নিহত


গোপালগঞ্জে নসিমন উল্টে চালক রবিউল ইসলাম নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে য়াকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুঘর্টনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নসিমন নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজার থেকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় যাচ্ছিলেন রবিউল। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের ওপর উল্টে যায়।
এ ঘটনায় সে মারাত্মক আহত হলে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে নসিমন চালক রবিউল মারা যান।

উপরে