চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক
১৪৪১ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে চাঁদ দেখা কমিটি। আজ সভার মাধ্যমে জানা যাবে পবিত্র ঈদুল ফিতর রোববার নাকি সোমবার অনুষ্ঠিত হবে।
শনিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
আরো পড়ুন: আজ চাঁদ দেখা গেলে রোববার ঈদ
আরো পড়ুন: ঈদের নামাজে বাড়ি থেকে ওযু করে আসতে হবে
সরকারের তথ্য বিবরণিতে বলা হয়, দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর হলো ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
