ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৪ জুন, ২০২০ ১৬:৫৩

একদিনে পুলিশে সর্বোচ্চ করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
একদিনে পুলিশে সর্বোচ্চ করোনা আক্রান্ত


অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে আইনশৃঙ্খলার এই বাহিনীতে মোট ৫ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 
আজ বৃহস্পতিবার সকালে পুলিশে আক্রান্তের বিষয়ে আপডেট করা তথ্য থেকে এসব জানা গেছে। এর আগে গত ১৬ মে একদিনে পুলিশ বাহিনীতে সর্বোচ্চ ২৪১ জন আক্রান্ত হয়েছিলেন। পুলিশ সদরদফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৭ সদস্য মৃত্যুবরণ করেছেন।
এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২ হাজার ১২২ জন পুলিশ সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন। এছাড়া এ পর্যন্ত পুলিশের মোট এক হাজার ৬৪০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫ হাজার ৫৫৯ জন পুলিশ কর্মকর্তা।

উপরে