ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৪ জুন, ২০২০ ২০:৩০

পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক
পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের


যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাই মারা গেছে। বুধবার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে হাসান (২) ও হোসাইন (২)।
স্বজনরা জানিয়েছেন, দুপুর ২ টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে দুই ভাই হাসান ও হোসাইন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় অসাবধানতায় পুকুরের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
পিতা মাজেদ শেখ জানিয়েছেন, আমার জমজ দুই ছেলেকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তাদের মা খুঁজতে থাকে। এক পর্যায়ে দেখতে পায় হাসান ও হোসাইন পানিতে ভাসছে। তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
চাচা ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, তাদের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে, শিশু হাসান হোসাইনের মৃত্যুর ঘটনায় পরিবারসহ প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উপরে