ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৭ জুন, ২০২০ ১৭:৪০

অবশেষে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন

নিজস্ব প্রতিবেদক
অবশেষে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন


যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হচ্ছেন জো বাইডেন। আগামী আগস্টে উইসকনসিনে ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে আনুষ্ঠানিক ভাবে বাইডেনের নাম ঘোষিত হবে।
শনিবারই ৩৯৭৯ জন প্রতিনিধির মধ্যে ১৯৯১ জনের সমর্থন পেয়ে যান এই নেতা। ফলে আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন দেশটির সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
বার্নি স্যান্ডার্স আচমকা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পরে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেনের নামই শোনা যাচ্ছিলো। তবে স্যান্ডার্স আগেই জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে তার প্রচারদল কাঁধে কাঁধ মিলিয়ে বাইডেনের প্রচারদলের সঙ্গে মিলে কাজ করবে।
চলতি বছরের গোড়ার দিকে অনেক ডেমোক্র্যাট নেতাই প্রেসিডেন্ট পদে লড়ার দৌড়ে নাম লিখিয়েছিলেন। কিন্তু এদের মধ্যে শুরু থেকেই এগিয়েছিলেন বাইডেন।
ট্রাম্পের কট্টর সমালোচক বাইডেন জনপ্রিয়তার বিচারে মার্কিন প্রেসিডেন্টের চেয়েও অনেকখানি এগিয়ে। যদিও ট্রাম্প বলেছেন, তিনি এই সব সমীক্ষায় বিশ্বাসী নন। নভেম্বরে আসল লড়াইয়ে তিনিই জিতবেন বলে আশাবাদী ট্রাম্প।
বাইডেনকে ‘স্লিপি জো’ বলে ডেকে থাকেন ট্রাম্প। বাইডেন প্রেসিডেন্ট হলে করের বোঝা বাড়বে বলেও মার্কিনীদের সতর্ক করে দিয়েছেন ট্রাম্প। বাইডেনের সীমান্ত নীতিকেও বরাবর আক্রমণ করে এসেছেন তিনি।
তবে বাইডেনও ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেছেন, ‘দেশে এখন নেতৃত্বের বড় অভাব। এমন এক জননেতা আমাদের প্রয়োজন, যিনি গোটা দেশকে সঙ্ঘবদ্ধ করবেন, যিনি সকলকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করবেন।’
তিনি আগেও বলেছেন, ‘আমাদের এমন এক প্রেসিডেন্ট দরকার, যিনি আমাদের যত্ন নেবেন।’

উপরে