আপডেট : ৭ জুন, ২০২০ ১৮:৪৮
করোনার কাছে হার মানলেন সাংবাদিক মোনায়েম
নিজস্ব প্রতিবেদক
অবশেষে করোনার কাছে হার মানলেন কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, ইংরেজী দৈনিক ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল মোনায়েম খান।
রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার মরহুম কানুনগো বদিউল আলমের ছেলে।
সাংবাদিক আবদুল মোনায়েম খান গত মে মাসের শেষ সপ্তাহে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। এরপর গত ৩১ মে তার ও তার সন্তান কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেন স্যাম্পল টেস্টে দেয়া হয়। গত ৩১ মে আবদুল মোনায়েম খান ও সন্তান মোহাইমেন এর পজেটিভ রিপোর্ট আসে।
