ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৮ জুন, ২০২০ ১৫:২৩

পাবনায় ডাক্তারসহ করোনায় আক্রান্ত আরও ৬

নিজস্ব প্রতিবেদক
পাবনায় ডাক্তারসহ করোনায় আক্রান্ত আরও ৬


পাবনার ঈশ্বরদীতে গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবাসহ আরও ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ঈশ্বরদীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আসমা খান। তিনি বলেন, ঢাকা ল্যাবে আরো ২জনের করোনা শনাক্ত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
নতুন আক্রান্তরা হলেন, ডাঃ উম্মে হাবিবা (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ), আবু সাঈদ, মাসুদ মিয়া ও শামসুল হক। আক্রান্ত ব্যক্তিদের ঠিকানা এখনো জানা যায়নি। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে ঈশ্বরদীর ৪জনের করোনা শনাক্ত হয়। তবে ঢাকা ল্যাবে আরো ২জন শনাক্ত হয়েছে।

উপরে