চাঞ্চল্যকর নিখিল হত্যা: এএসআই শামীম কারাগারে
গোপালগঞ্জের কোটালীপাড়ার চাঞ্চল্যকর নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হাসান ও পুলিশের সোর্স মো. রেজাউলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
|সোমবার দুপুরে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, দুপুর ১২টার দিকে গ্রেপ্তারকৃতদের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের জেলা করাগারে হাজতে পাঠিনোর নির্দেশ দেন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত টিম গঠন করা হয়েছে।
এর আগে রোববার রাতে নিহত নিখিল তালুকদারের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে এএসআই শামীম হাসান ও সোর্স মো. রেজাউলকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১)। এর পরপরই মামলার আসামি শামীম হাসান ও মো. রেজাউলকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার রামশীল বাজারের কাছে নিহত নিখিলসহ চারজন তাস খেলছিল। এ সময় কোটালীপাড়া থানার এএসআই শামীম হাসান সোর্স রেজাউলকে নিয়ে সেখানে গিয়ে আড়ালে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় অন্য ৩ জন পালিয়ে গেলেও নিখিলকে ধরে মারপিট করতে থাকে এবং হাঁটু দিয়ে মেরুদণ্ডে আঘাত করে। এতে নিখিলের মেরুদণ্ড তিন খণ্ড হয়ে যায়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।
