গোপালগঞ্জে পুলিশসহ করোনায় আক্রান্ত আরও ১৬
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় এক পুলিশ সদস্যসহ ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮৫ জনে।
|সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ। তিনি বলেন, আক্রান্ত মধ্যে কাশিয়ানী উপজেলায় ৮ জন, সদর উপজেলায় ৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, টুঙ্গীপাড়া উপজেলায় একজন ও মুকসুদপুর উপজেলায় একজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলায় দুইজন মারা গেছেন। বাকীদের মধ্যে ১২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৫৯ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে জেলায় ২৬৯ করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে উপজেলায় ৬৭ জন, কাশিয়ানী উপজেলায় ৬৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৫০ জন রয়েছেন।
