ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৮ জুন, ২০২০ ২১:৩২

৪ অতিরিক্ত সচিব বদলি

৪ অতিরিক্ত সচিব বদলি


অনলাইন ডেস্ক
প্রশাসনে চার অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ রদবদল করে আদেশ জারি করা হয়েছে।
বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) নিয়োগ পেয়েছেন বিয়ামের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব উল আলম।
এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগ বদলি করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে গত ৪ জুন পরিকল্পনা বিভাগে বদলি করে সরকার। তার স্থলে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নানকে নিযুক্ত করা হয়।

উপরে