আপডেট : ৯ জুন, ২০২০ ১৯:৫৪
করোনায় আরও ২ রোহিঙ্গার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী শিবিরে আরও ২ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে একজন ক্যাম্প ১০ ও অপরজন ক্যাম্পের ৭ এর বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে একজনের বয়স (৫৮) ও অপরজনের বয়স আনুমানিক (৭০)।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. সামছুদ্দোজা গণমাধ্যমকে বলেন, মারা যাওয়া একজনের টেস্ট রিপোর্ট আগে থেকেই পজেটিভ ছিলো। অপরজন মারা যাওয়ার পর গত ৮ জুন রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
তিনি বলেন, এ পর্যন্ত মোট ৩৫ জন রোহিঙ্গা শরণার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। দুইজন সুস্থ হয়েছেন এবং ৩০ জন চিকিৎসাধীন আছেন।
