ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১০ জুন, ২০২০ ১৭:৩৪

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি


অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
বুধবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এ কথা জানান।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার সংক্রমণ কিছুটা কমেছে। কৃত্রিম অক্সিজেন সাপোর্টের মাত্রা কমেছে। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন।’
তিনি বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা শনাক্ত হয়। তার চিকিৎসায় অনলাইনে একটি মেডিকেল টিম গঠন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তারা ভার্চুয়াল বৈঠকের বসে তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করেছেন।

উপরে