ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১০ জুন, ২০২০ ১৯:৩০

ময়মনসিংহে তিন জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে তিন জঙ্গি গ্রেপ্তার


ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে বিপুল পরিমানে উগ্রবাদী বই, বোমা তৈরির সরঞ্জাম, লিফলেটসহ তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
|মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ভালুকা থানাধীন নলুয়া কুড়িগ্রাম এলাকার একটি পরিত্যক্ত টিনসেড ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মঞ্জুরুল ইসলাম (৪৪), রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২), আশরাফ খান (৪০)। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তারা নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলো। বিভিন্ন ইসলামি মুফতিসহ বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবির সক্রিয় সদস্য হয়ে ওঠে।
ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে ভালুকা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উগ্রবাদী জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।
উলে­খ্য, এর আগে গত ৩১ মে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকেও ৫ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল।

উপরে