করোনার উপসর্গে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে সাইদুর রহমান (৬৮) নামে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। নিহত সাইদুর রহমান শিবগঞ্জ এম এইচ কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।
সাইদুর রহমানের ছেলে অ্যাড. রুহুল আমিন বাবু এ প্রতিবেদককে বলেন, আমার বাবা সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছেন। গত ২০০৯ সালে তিনি অবসরে যান। আমাদের পরিবারে কিছুদিন আগে কয়েকজন জ্বরে আক্রান্ত হন। পরে সবাই স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে যায়।
তিনি বলেন, বাবার ব্রেইনের সমস্যাজনিত রোগ ছিল। পরে বাবার শরীরেরও জ্বর আসলে স্বাভাবিকভাবে আমরা বাসায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু গতকাল বুধবার বাবার অবস্থা খারাপ হলে আমরা দুপুর ২টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাই। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় চিকিৎসকেরা সেখানে ভর্তি না নিয়ে বাবাকে মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করেন।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ প্রতিবেদককে বলেন, মৃত ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকালে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৮টায় তার মৃত্যু হয় এবং তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, লাশ জীবাণুমুক্ত করে গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানো হবে।
