ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১১ জুন, ২০২০ ২০:২৩

মানবাধিকার কমিশনের নবাবগঞ্জ উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
মানবাধিকার কমিশনের নবাবগঞ্জ উপজেলা কমিটি গঠন


বাংলাদেশ মানবাধিকার কমিশন নবাবগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে এই কমিটি ঘোষণা করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহা সচিব ডা. সাইফুল ইসলাম দিলদার ।
কমিটিতে মো. জালাল উদ্দিন আহমেদ সভাপতি, সাংবাদিক মো.সাদের হোসেন বুলু নির্বাহী সভাপতি , মো. সাখাওয়াত হোসেন বাপ্পী সিনিয়র সহ-সভাপতি ও ফিরোজ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
এসময় ঢাকা জেলা মানবাধিকার কমিশনের সদস্য সচিব হাজী নাসির উদ্দিন পল্লবসহ বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী ও সংগঠক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপরে