ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৫ জুন, ২০২০ ১৬:৪৯

পাবনায় জ্বর-শ্বাসকষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
পাবনায় জ্বর-শ্বাসকষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু


পাবনায় করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উৎপল সরকার (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।
রোববার রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উৎপল সরকার পাবনা সদর উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পাবনা জোনাল শাখায় সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) হিসেবে কর্মরত ছিলেন।
পাবনা জেলায় এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত করোনা আক্রান্ত ৫ জনসহ করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হল।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, ব্যাংক কর্মকর্তা উৎপল সরকার করোনা উপসর্গে ভর্তি ছিলেন। তবে তিনি করোনা রোগী ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
পাবনা জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট ও বিএমএ পাবনা শাখার সেক্রেটারি ডা. আকসাদ আল- মাসুর আনন জানান, বৃহস্পতিবার (১১ জুন) রাতে উৎপল সরকার পাবনা জেনারেল হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে তার স্বজনরা স্থানান্তর করতে পারেননি।
এদিকে পাবনায় বেড়েই চলেছে করোনা আক্রান্ত সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৩০ দিনের এক শিশুসহ ১৩ জন নতুন করে করোনায় আক্রাক্ত হয়েছেন। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত পাবনার পুলিশ সুপারসহ আরও ১১ পুলিশ সদস্য, ৪ চিকিৎসক, ৪ ব্যাংকার এবং নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

উপরে