ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৬ জুন, ২০২০ ১৬:০২

একদিনে সর্বোচ্চ সুস্থ ২২৩৭, মোট ৩৬২৬৪

নিজস্ব প্রতিবেদক
একদিনে সর্বোচ্চ সুস্থ ২২৩৭, মোট ৩৬২৬৪


করোনাভাইরাসে দেশে একদিনে রেকর্ড সংখ্যক ২২৩৭ জন সু্স্থ হয়েছেন। এনিয়ে মোট ৩৬ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
মোট ৬১টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ৯ জন, পঞ্চাশোর্ধ্ব ১৯ জন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব ৮ জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন মারা গেছেন।
এরমধ্যে ৩০ জন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ৪ জন রাজশাহী বিভা‌গের এবং একজন করে বরিশাল ও ময়মন‌সিংহ বিভা‌গের।

উপরে